[আজ পরীক্ষা] বিবিএএল কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডপরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩ পিডিএফ ডাউনলোড

বিবিএএল কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ দেখুন এখান থেকে। সকল চাকরি  প্রত্যাশী বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো ও সুস্থ রয়েছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করলাম চাকরি পরীক্ষা প্রশ্ন সমাধান সম্পর্কে নতুন একটি নিবন্ধন। যার ফলে আজ আপনারা জানতে পারবেন এই নিবন্ধনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৩ অধিদপ্তরে কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধানসম্পর্কে সকল কিছু। আপনি যদি আজ পরীক্ষা অংশগ্রহণ করে থাকেন তাহলে এই নিবন্ধনের মাধ্যমে খুব সহজেই কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধান এক এক করে জানতে পারবেন।

বিবিএএল অধিদপ্তর কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিবিএএল। বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানের  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একটি সরকারি বড় প্রতিষ্ঠান। প্রতিবছর চাকরির নিয়োগ দিয়ে থাকে অধিদপ্তরটি কারণ প্রতিষ্ঠানটি অনেক বড়  প্রচুর দক্ষ লোকের প্রয়োজন পড়ে। তাই বিবিএএল অধিদপ্তর গত ২৮ আগস্ট, ২০২২ তারিখে ৩৪ টি ক্যাটাগরিতে মোট শূন্য পদ ৭৪৯ জন জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর লাখ পরীক্ষার্থীর মনে হাসি ফোটে এবং তারা অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ কর্তৃক পরীক্ষার তারিখ ও সময়সুচি ঘোষণা করে এবং পরীক্ষাটি আজ অনুষ্ঠিত হয়েছে। আপনি যদি একজন প্রার্থী হয়ে থাকেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি শুধু আপনারই জন্য সমস্ত প্রশ্নের সঠিক সমাধান পেতে আমাদের আর্টিকেলটির সাথেই থাকুন।

পদের নাম এবং শূন্যপদ:

১. সিস্টেম ইঞ্জিনিয়ার (বিভিন্ন) – ২১

২. মেট্রোলজিস্ট – ০৪

৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (বিভিন্ন) – ০৫

৪. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ফ্লাইট ডেটা মনিটরিং – ০৪

৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী (সাধারণ) – ২৫

৬. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স – ০৩

৭. সহকারী ব্যবস্থাপক অডিট – ০১

৮. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস – ০৫

৯. মেডিকেল অফিসার – ০৩

১০. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (যাত্রী বিক্রয়/কার্গো বিক্রয়) – ০১

১১. এয়ারক্রাফট মেকানিক – ৩০ জন

১২. জুনিয়র টেইলর কাম আপহোলস্টার – ০৩

১৩. উপাদান ব্যবস্থাপনা সহকারী – ১০

১৪. পরিকল্পনা সহকারী – ০৭

১৫. গ্রাউন্ড সার্ভিস সহকারী – ১০০ জন

১৬. বাণিজ্যিক সহকারী – ৩০ জন

১৭. হিসাব সহকারী – ১০

১৮. নিরাপত্তা সহকারী – ১৪

১৯. অ্যাডমিন সহকারী – ২০ জন

২০. অডিট সহকারী – ০৫

২১. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট – ০৪

২২. প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট – ০২

২৩. জুনিয়র এয়ারকন সহকারী – ০১

২৪. জুনিয়র ওয়েল্ডার GSE – ০২

২৫. জুনিয়র পেইন্টার GSE – ০২

২৬. জুনিয়র মেকানিক (টায়ার) GSE – ০২

২৭. জুনিয়র এমটি মেকানিক – ০৯

২৮. জুনিয়র অপারেটর GSE (ক্যাজুয়াল) – ১৯

২৯. জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) – ১৭

৩০. জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) – ১০

৩১. এমটি অপারেটর (ক্যাজুয়াল) – ৪০

৩২. সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল) – ১০০ জন

৩৩. কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) – ২০০

৩৪. এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) – ৪০ জন

মোট শূন্যপদ: ৭৪৯

কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) পরীক্ষার তারিখ: ২৫ মার্চ ২০২৩
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা

কার্গো হেল্পার/ট্রাফিক হেল্পার (ক্যাজুয়াল) মোট প্রার্থী: ২৪৫৯৪

BBAL কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৩

আজ ২৫ মার্চ, ২০২৩ রোজ রবিবা্‌র, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অধিদপ্তর কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার চাকরি নিয়োগ  পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে পূর্ণমান ছিল ৭০ এবং বাংলা্‌,ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থেকে প্রশ্নপত্র তৈরি করে। যার ফলে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বিকাল ৩.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত। সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার শেষে প্রশ্ন পত্রে সঠিক উত্তরের জন্য অপেক্ষা করছে এবং এদিক-ওদিক ওয়েবসাইট খোজাখুঁজি করছে। যদি আপনি সঠিক প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আপনি এখন সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন কারণ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন সমাধান আমরা করছি যার ফলে আপনি  প্রশ্নপত্রে সমাধানটি খুব সহজে দেখতে পারবেন বলে আশা করি।

কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ ডাউনলোড

চাকরি নিয়োগ পরীক্ষা আজ ২৫ মার্চ, ২০২৩ বিকাল ৩.০০ ঘটিকার সময় কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা সম্পূর্ণ শেষ হওয়ার পর আমরা প্রশ্নপত্র সংগ্রহ করে আমাদের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী মাধ্যমে ও টেক্সট বই নোট বই এবং পাঠ্য বইয়ের মাধ্যমে প্রশ্ন সমাধান করছি। যার ফলে সকল পরীক্ষার্থীর এখন আমাদের ওয়েবসাইট দ্বারা খুব সহজেই প্রশ্নের সমাধানটি দেখতে পারবেন। পাশাপাশি আপনি যদি প্রশ্ন সমাধানটি পিডিএফ আকার ডাউনলোড করতে চান সেটাও পারবেন কারন আমরা প্রশ্ন সমাধানটি পিডিএফ আকারে প্রকাশ করছি।

আরো দেখুনঃBBAL Cargo Helper or Traffic Helper Exam Question Solution 2023 PDF

উপসংহার

আশা করি সকলে বিবিএএল অধিদপ্তর কার্গো হেল্পার বা ট্রাফিক হেল্পার পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ দেখতে পারছেন। যদি আমাদের  নিবন্ধনের মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের সার্থকতা। পরীক্ষার খাতা যাচাই বাছাই করার পর কর্তৃপক্ষ কর্তৃক ফলাফল প্রকাশ করার সাথে সাথে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করব সবার আগে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে আমাদের ওয়েবসাইটের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button