পরিবার পরিকল্পনা পরীক্ষার তারিখ এবং সময়সূচী প্রকাশ ২০২৩
বিসমিল্লাহির রাহমানির রাহিম,সকলের ভালো ও সুস্থতা কামনা করে শুরু করছি আজকে নতুন আরেকটি আর্টিকেল। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের ভালো থাকার মাঝে আজ আপনাদের মাঝে নতুন একটি চাকুরী আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব পরিবার পরিকল্পনা অধিদপ্তর (ডিজিএফপি)২০২৩ পরীক্ষার তথ্য সমূহ। যে সকল প্রার্থীরা অনলাইন আবেদন করেছেন তাদের জন্য সুখবর কারণ পরিবার পরিকল্পনা দপ্তরে পরীক্ষার তারিখ ও সময়সূচী এবংএডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে।পরিবার পরিকল্পনা বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষার তারিখ সময়সূচি এবং এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে জানতে আমাদের পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ অবধি পড়ুন।
Table of Contents
পরিবার পরিকল্পনা পরীক্ষার তারিখ ২০২৩
পরিকল্পনা অধিদপ্তরদের বাংলাদেশের মধ্যে অনেক বড় প্রতিষ্ঠান। প্রতিবছর অনেক দক্ষ লোকের প্রয়োজন পড়ে এই প্রতিষ্ঠানে উন্নতির জন্য। তাই পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনবল নিয়োগের জন্য। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১০মার্চ।বিজ্ঞপ্তি পর অনলাইনের মাধ্যমে আবেদন চলে ১৬মার্চ, থেকে ২০ এপ্রিল, ২০২২ পর্যন্ত।দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১ অক্টোবর, এবং বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীরা অনলাইন আবেদন করে ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর,২০২২পর্যন্ত। দুইটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশের পর্যটকদের প্রার্থীরা অনলাইন আবেদন করেছেন তাদের জন্য সুখবর কারণ আপনার পরীক্ষার তারিখ সময়সূচী এবং এডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে।
পরীক্ষার বিজ্ঞপ্তি: ০১
পদের নাম এবং শূন্যপদ:
১. ফার্মাসিস্ট -২৭৫
২. মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব – ১৪৮
৩. মেডিকেল টেকনোলজিস্ট রেডিও – ০২
৪. স্বাস্থ্য শিক্ষাবিদ – ০১
৫. স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর – ০৩
৬. কম্পিউটার অপারেটর – ০১
৭. ফিল্ড প্রশিক্ষক – ০১
৮. প্রধান সহকারী – ০১
৯. হিসাবরক্ষক – ০৩
১০. উচ্চ বিভাগ সহকারী – ০১
১১. গবেষণা সহকারী –০২
১২. স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ৪০
১৩. পরিসংখ্যান সহকারী –০৫
১৪. গুদাম রক্ষক – ০৫
১৫. ক্যাশিয়ার (কোষাধ্যক্ষ) –০৬
১৬. সহকারী গ্রন্থাগারিক – ০২
১৭. ইপিআই টেকনিশিয়ান – ০১
১৮. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ১৫৯
১৯. টেলিফোন অপারেটর – ০২
২০. ডেটা এন্ট্রি / কন্ট্রোল অপারেটর -০১
২১. ওয়ার্ডমাস্টার – ০২
২২. লিনেন কিপার -০২
২৩. উপকরণ তত্ত্বাবধায়ক – ০২
২৪. টিকিট ক্লার্ক – ০৪
২৫. স্টেরিলাইজার কাম মেকানিক – ০২
২৬. রান্নাঘর সুপারভাইজার – ০১
২৭. রেকর্ড কিপার – ০১
২৮. কার্ডিওগ্রাফার -০১
২৯. ড্রাইভার –৩৪
৩০. ইলেকট্রিশিয়ান – ০১
৩১. অফিস সোহায়ক – ৪০৪
৩২. এমএলএসএস / সিকিউরিটি গার্ড – ৩৭৪
৩৩. নিরাপত্তা প্রহরী – ০৯
৩৪. প্রহরী – ০১
৩৫. কুক হেল্পার – ০১
৩৬. ক্লিনার – ৬৪
মোট শূন্যপদ: ১৫৬২ জন
পরীক্ষার বিজ্ঞপ্তি: ০২
পদের নাম এবং শূন্যপ:
১. ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (FWV) – ১০৮০
মোট শূন্যপদ: 1080 জন
পরীক্ষার সময়সূচী: ২১ জানুয়ারী ২০২৩ এবং ১১ এবং ১৮ ফেব্রুয়ারি ২০২৩
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
FWV পরীক্ষার তারিখ: ১১ ফেব্রুয়ারি২০২৩
FWV মোট পরীক্ষার্থী:৩৩১৭৭৮
FWV পরীক্ষা কেন্দ্র: জেলাভিত্তিক
অন্যান্য 26 বিভাগ সকল পোস্ট পরীক্ষার তারিখ:২১ জানুয়ারী২০২৩
পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ টা
পরীক্ষার ধরন: MCQ
অফিস সোহায়ক পরীক্ষার তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩
অফিস সোহায়ক মোট পরীক্ষার্থী: ৪৩৮০০৮
অফিস সোহেক পরীক্ষা কেন্দ্র: জেলাভিত্তিক
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পরীক্ষার তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৩
অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মোট পরীক্ষার্থী: ১৬২৫৪৮
পরিবার পরিকল্পনা পরীক্ষার তারিখ এবং সময়সূচী প্রকাশ ২০২৩
আপনারা সকলে অবগত আছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জনবল নিয়োগের জন্য দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষার তারিখ সময়সূচি এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিবার কল্যাণ পরিদর্শক (FWV)একটি পদে ১০৮০ জন শূন্য পদ এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৬ টি ক্যাটাগরিতে মোট শূন্য পদ ১৫৬২ জন ।দুইটি চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ আগামী.২১ জানুয়ার্ ২০২৩ কিছু ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কিছু ক্যাটাগরি পরীক্ষা আগামী ১১ থেকে ১৮ ফেব্রুয়ারি,২০২৩ ধারাবাহিকভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সময় শুরু হবে বিকাল.৩.০০ ঘটিকা থেকে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২৩
পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রকাশ করেছে সেই সাথে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করেছি। কিন্তু অনেক প্রার্থীরা বুঝতে পারে না কোথায় যাব এবং কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করব। তাই ওই সমস্ত সকল প্রার্থীদের উদ্দেশ্যে আমরা এডমিন কার্ড ডাউনলোড করার নিয়ম তাদের মাঝে উপস্থাপন করবো। এডমিট কার্ড ডাউনলোড করতে নিজের পদ্ধতি অনুসরণ করুনঃ
১. প্রথমে আপনাকে স্মার্টফোন অথবা কম্পিউটার যেকোনো ব্রাউজার ওপেন করুন।
২. তারপর পরিবার পরিকল্পনা দপ্তরে নিজস্ব অফিসিয়াল www.dgfp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. আপনি যে পদে ক্যান্ডিডেট সেটা সিলেক্ট করুন।
৪.এখন ইউজার আইডি ও পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
৫. সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন আপনার প্রবেশপত্রটি।
অফিস সহায়ক পদে এডমিট কার্ড ডাউনলোড ২০২৩
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সতীশটি ক্যাটাগরির মধ্যে অফিস সহায়ক পদ টি ৩১ নাম্বার। অফিস সহায়ক ৪০৪ টি শূন্য পদে ক্যান্ডিডেট রয়েছেন.৪৩৮০০৮ জন।এখন হিসেব করে দেখা যায় প্রতিটি পদের জন্য লড়াই করছে.১০৮৪ জন।অনেক পরীক্ষার্থী হওয়ায় বুঝতে পারছেন পরীক্ষাটি অনেক কঠিন হবে ।অফিস সহায়ক পদে এডমিট কার্ড ডাউনলোড করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১.প্রথমে আপনাকে পরিবার পরিকল্পনা নিজস্ব অফিসিয়াল www.dgfp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২.তারপর ইউজার আইডি ও পিন নাম্বার দিতে হবে।\
৩.ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে বলবে। আপনার সংরক্ষিত ইউজার আইডি ও পাসওয়ার্ডটা দিন।
৪. ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।
৪. সাবমিট অপশন এ ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্খিত প্রবেশপত্রটি। এখন রঙিন প্রিন্টার আকারে বের করে নিন।
উপসংহার
আশা করা যায় আপনাদের মাঝে এক এক করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সকল পরীক্ষার সময়সূচি এবং এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে পেরেছি। আমাদের করা পোস্টের মাধ্যমে আশা করা যায় আপনারা বোধ করে থাকবেন এবং আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।