BPDB জুনিয়র হিসাব সহকারী প্রশ্ন সমাধান ২০২৩ (সঠিক উত্তর দেখুন)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুনিয়র হিসাব সহকারি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ PDF ডাউনলোড।পুনরায় সবাইকে স্বাগতম জানিয়ে আরো একটি চাকুরি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত নতুন আর্টিকেল শুরু করতে যাচ্ছি। আজকে সকলের মাঝে শেয়ার করব যে সকল প্রার্থী বিপিডিপি অধিদপ্তর জুনিয়র হিসাব সহকারি পদে পরীক্ষা অংশগ্রহণ করছেন আপনি যদি প্রশ্ন সমাধান দেখতে চান একদম নিখুঁত তাহলে বলব আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সহকারে পড়তে থাকুন।

বিপিডিবি জুনিয়র হিসাব সহকারী প্রশ্ন সমাধান ২০২৩

আজ ১০ নভেম্বর, ২০২৩ রোজ শুক্রবার,অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যাশিত বিপিডিপি অধিদপ্তর জুনিয়র হিসেবে সরকারি পদের এমসিকিউ পরীক্ষা। উক্ত পরীক্ষা আজ  বিকাল ৩:৩০ মিনিট হতে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এক ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটি mcq আকারে ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

আমরা জানি পরীক্ষা শেষ হওয়ার পর সকল প্রার্থী অনলাইনের মাধ্যমে সঠিক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়। কারণ সঠিক প্রশ্নের মাধ্যমে তারা বুঝতে পারবে কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছি পাশাপাশি এটাও বুঝতে পারবে উক্ত পরীক্ষায় আমরা নির্বাচিত হতে পারব কিনা। যার কারনে আজকে আমরা সকল প্রার্থীদের উদ্দেশ্যে তুলে ধরছি জুনিয়র হিসেবে সরকারি পদে প্রশ্নের উত্তরমালা।

BPDB জুনিয়র হিসাব সহকারী পরীক্ষার MCQ প্রশ্ন উত্তর ২০২৩

বিপিডিপি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংক্ষেপে (বিপিডিপি) নামে পরিচিত।প্রতিবছর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা নিয়ে থাকে যার কারণে আজ দশ নভেম্বর ২০১ তারিখে জুনিয়র হিসাব সহকারী ৩০০ টি শুন্য পদ চাকরি নিয়োগ পরীক্ষা আয়োজন করেছে। যেখানে সারা বাংলাদেশের প্রায় ৫ হাজার জন প্রার্থী পরীক্ষা অংশগ্রহণ করে।

আজকের পরীক্ষাটি mcq আকারে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয় থেকে সর্বমোট ৮০টি প্রশ্ন ছিল এবং প্রতিটি প্রশ্নের মান ১। যার কারণে আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা সকলে যথাযথভাবে জানতে পারবেন যে আপনি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন কারণ আমাদের প্রশ্নের উত্তর অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বাহির করা হয়েছে যেখানে আশা করা যায় কোন প্রশ্নের উত্তর ভুল হবে না।

প্রশ্নের সেট- A
১. বিজ্ঞান শব্দের জ্ঞ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত?
ক. ঞ + জ খ. জ + ঞ গ. ণ +গ ঘ. গ + ঞ
উত্তরঃ খ. জ + ঞ
২. কোনটি বিশেষণ বাচক শব্দ?
ক. জীবন খ. জীবনী গ. জীবিকা ঘ. জীবাণু
উত্তরঃ খ. জীবনী
৩. ‘Dialect’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক. মাতৃভাষা খ. রাষ্ট্রভাষা গ. উপভাষা ঘ. মনভাষা
উত্তরঃ গ. উপভাষা
৪. পা দিয়ে পান করে যে
ক. নগ খ. পন্নগ গ. টিকটিকি ঘ. পাদপ
উত্তরঃ ঘ. পাদপ
৫. ঋজু শব্দের বিপরীত শব্দ?
ক. শক্ত খ. কঠিন গ. জঙ্গম ঘ. বক্রিম
উত্তরঃ ঘ. বক্রিম
৬. ‘ফল্গু’ কি?
ক. ফাল্গুন খ. একটি নদীর নাম গ. নদীর প্রবল স্রোত ঘ. যমজ নক্ষত্র বিশেষ
উত্তরঃ খ. একটি নদীর নাম
৭. নগদ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ওলন্দাজ গ. হিন্দি ঘ. ফরাসি
উত্তরঃ ঘ. ফরাসি
৮. নীচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. আদায়-কাঁচকলায় খ. দা-কুমড়া গ. রুই-কাতলা ঘ. অহি-নকুল
উত্তরঃ গ. রুই-কাতলা
৯. সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
ক. বিস্ময় খ. নির্ভয় গ. দ্বিধা ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ. প্রত্যয়
১০. “কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব” -”কবি কবি” কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ভাল অর্থে খ. ভাবের অর্থে গ. পুনরাবৃত্তি অর্থে ঘ. উপহাস অর্থে
উত্তরঃ ঘ. উপহাস অর্থে
১১. কোনটি অর্থনৈতিক কাজ নয়?
ক. ডাক্তারী পেশা খ. আইনজীবীর পেশা গ. পণ্য ক্রয়-বিক্রয় ঘ. একজন ছাত্রের কলেজ টিমে ক্রিকেট খেলা
উত্তরঃ ঘ. একজন ছাত্রের কলেজ টিমে ক্রিকেট খেলা
১২. আধুনিক অর্থনীতির জনক কে?
ক. এডাম স্মিথ খ. পল স্যামুয়েলসন গ. রাগনার ফ্রিশ ঘ. জন কেইনস
উত্তরঃ খ. পল স্যামুয়েলসন
১৩. অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. ডেভিড রিকার্ডো খ. কার্ল মার্কস গ. এডাম স্মিথ ঘ. এল রবিনস
উত্তরঃ গ. এডাম স্মিথ
১৪. অর্থনীতির মূল সমস্যা কোনটি?
ক. বেকারত্ব খ. আয় বৈষম্য গ. দরিদ্রতা ঘ. অভাব
উত্তরঃ খ. আয় বৈষম্য
১৫. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়?
ক. বিক্রেতার ইচ্ছানুযায়ী খ. পণ্যের যোগান দ্বারা গ. চাহিদা ও যোগানের ভারসাম্য দ্বারা ঘ. সরকারি আইন দ্বারা
উত্তরঃ গ. চাহিদা ও যোগানের ভারসাম্য দ্বারা
১৬. পাবলিক লিমিটেড কোম্পানির নূন্যতম সদস্য সংখ্যা কত?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৭
উত্তরঃ ঘ. ৭
১৭. লভ্যাংশ ও সুদ দুটি-
ক. সমার্থক শব্দ খ. ভিন্নার্থক শব্দ গ. লাভ ও ক্ষতির হিসাবে ঘ. বণ্টনযোগ্য লাভ
উত্তরঃ খ. ভিন্নার্থক শব্দ

 

প্রশ্ন সমাধানের কাজ চলছে

 বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সাতটি ক্যাটাগরিতে ৮১৮ জন শূন্য পদ জনবল নিয়োগের পরীক্ষা প্রথম ধাপে mcq আকারে অনুষ্ঠিত হয়েছে। আশা করা যায় যারা প্রথম ধাপে mcq আকারে পরীক্ষা অংশগ্রহণ করেছেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পিডিএফ আকারে প্রতিটি প্রশ্নের উত্তর ডাউনলোড করে নিতে পারছেন। যদি আমাদের প্রশ্নে উত্তর পিডিএফ ডাউনলোড করতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন।

আরো দেখুনঃBPDP Junior Accounts Assistant Question Solution 2023 [১০০%সমাধান]

 শেষের কথা

পরিশেষে আপনাদের মাঝে একটি কথাই বলতে চাই প্রতিটি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি যদি প্রশ্ন সমাধান দেখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তা দেখতে পাবেন। আজকে যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুনিয়র হিসেবে সরকারি পদে পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনাদের পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করার পর আপনি আমাদের ওয়েবসাইটের সাথে যোগাযোগ রাখুন ইনশাআল্লাহ সবার আগে দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button