এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার নিয়ম ২০২৩ (সকল বোর্ড)
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার পদ্ধতি দেখুন
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ দেখতে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে আপনাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হয়েছে কিন্তু অনেকে কাঙ্খিত রেজাল্ট হয়নি যার কারণে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাই রেজাল্ট। যার কারণে আজকে আমরা হাজির হয়েছি আপনি কিভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট করবেন এ সমস্ত তথ্য সমূহ নিয়ে।চলুন দেখে নেওয়া যাক এক নজরে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম।
Table of Contents
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ নিয়ম HSC Board Challenging Rules
অবশেষে অনেক প্রতীক্ষার পর এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হয়েছে. রেজাল্ট প্রকাশ করার পর অনেক শিক্ষকদের মন খারাপ তাদের আসা মত রেজাল্ট হয়নি। যার কারণে সকলে তাদের রেজাল্ট নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাই। কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় বা কি পদ্ধতি নিয়ে পাশাপাশি কি কি কাগজ লাগবে পরিশেষে কোথায় গিয়ে করতে হয় তা জানেনা ।এই মুহূর্তে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে বলব সঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছেন।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার প্রক্রিয়া
সকল শিক্ষার্থীর অবগতির জন্য বলা হচ্ছে যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করার সময় মাত্র ছয় দিন অর্থাৎ আজ রেজাল্ট প্রকাশ করা হয়েছে আজ থেকে ছয় দিনের মধ্যে আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে যা নিচে প্রকাশ করা হলো
মোবাইল এসএমএস এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
আপনি চাইলেই মোবাইল ফোন দ্বারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন প্রথমে আপনাকে যে বোর্ডে আও তাই পরীক্ষা দিয়েছেন সে বোর্ড লিখতে হবে অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ড হয়ে থাকেন তাহলে RSE< স্পেস বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর< স্পেস> রোল ন নং<স্পেস>বিষয় কোড লিখুন এবং টেলিটক সিম থেকে ১৬২২২ নম্বরে পাঠান।
সকল বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
সাধারণ শিক্ষা বোর্ডের জন্যঃ RAJ<>space>DHA<space>121245<space>152 এবং পাঠান 16222
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃRAJ<>space>MAD<space>587496<space>132 এবং পাঠান 16222
কারিগরি শিক্ষার জন্যঃRAJ<>space> TEC<space>458796<space>111 এবং পাঠান 16222
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৩
ইতিমধ্যে আপনি জানতে পারছেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।বোর্ড চ্যালেঞ্জ করার পর আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেটা আমরা জানিয়ে দিব রেজাল্ট প্রকাশ করার সাথে সাথে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত দেখতে পাবেন। যার কারণে আমাদের ওয়েবসাইটটি আপনি সর্বদা লগইন করে রাখুন।