NSI ফিল্ড স্টাপ (মাঠ কর্মী) প্রশ্ন সমাধান ২০২৩ (১০০% সঠিক উত্তর)

এনএসআই ফিল্ড স্টাপ mcq প্রশ্ন উত্তর ২০২৩ পিডিএফ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর অর্থাৎ এন এস আই বিভিন্ন পদে চাকরি নিয়োগ পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। আমাদের আর্টিকেলটির মাধ্যমে আজকে জানতে পারবেন যে সকল প্রার্থী এনএসআই মাঠকর্মী পদে পরীক্ষা অংশগ্রহণ করছেন আপনার প্রশ্নপত্র সঠিক সমাধান সম্পর্কে। এই আর্টিকেলের আমরা তুলে ধরব আজকে অনুষ্ঠিত এনএসআই মাঠ কর্মী পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩। তাই আপনারা যারা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর মাঠকর্মে পদে এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করেছেন তারাই আর্টিকেলটির শুরু থেকে মনোযোগ সহকারে পড়বেন।

এনএসআই মাঠ কর্মী প্রশ্ন উত্তর ২০২৩

আপনি কি এনএসআই অর্থাৎ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মাঠ কর্মী পদে একজন প্রার্থী? যদি পার্টি হয়ে থাকেন নিশ্চয়ই প্রশ্ন সমাধান খুঁজতাছেন? যদি আপনি পয়সা সমাধান খুঁজে থাকেন তাহলে সঠিক ওয়েবসাইটে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে অবগত রয়েছেন যে এনএসআই বিভিন্ন পদে চাকরি নিয়োগ পরীক্ষা ৩০ এপ্রিল ২০২৩তারিখের ২৮৯ জন শূন্যপদ জনবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যার ভিত্তিতে আজ এনএসআই মাঠ করবে পদে mcq পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে আপনি যদি mcq প্রশ্নের সঠিক উত্তর দেখতে চান তাহলে দেখে নিন এই অংশ থেকে।

 

এনএসআই ফিল্ড স্টাফ  mcq প্রশ্ন সমাধান ২০২৩

আজ ১৬ জুন, ২০২৩ তারিখে সকাল ১০.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে ঢাকায় এনএসআই ফিল্ডস্টপ পদে পরীক্ষাটি। ফুলস্টপ পদে পরীক্ষা অংশগ্রহণ করে ১ লক্ষ ৫ হাজার ৭৭০ জন প্রার্থী। উক্ত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত সাধারণ জ্ঞান চারটি বিষয় থেকে এমসিকিউ আকারে প্রশ্নপত্র তৈরি করা হয় এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি অংশ থেকে প্রশ্ন  ছিল। এমসিকিউ আকারে প্রশ্ন পূর্ণমান ছিল 70 প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষা শেষ হওয়ার পর সকল প্রার্থী google এ সার্চ দিয়ে অনলাইনের মাধ্যমে এনএসআই ফিল স্টপ পরীক্ষার প্রশ্ন সমাধান খুঁজে থাকে। যার ফলে তারা বুঝতে পারবে কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে হয়েছে এবং  উক্ত পদে নির্বাচিত হতে পারবে কিনা।

বাংলা অংশের সমাধানঃ

 

১। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত –

ক. গল্প খ. নাটক গ. উপন্যাস ঘ. কবিতা

উত্তর: গ. উপন্যাস

২। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কে লিখেছেন?

ক. হুমায়ূন আহমেদ খ. সৈয়দ ওয়ালীউল্লাহ গ. রশীদ করিম ঘ. আবুল ফজল

উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

৩। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. বাংলাদেশ স্বপ্ন দেখে খ. বন্দী শিবির থেকে গ. বিধ্বস্ত নীলিমা ঘ. নিজ বাসভূমে

উত্তর: খ. বন্দী শিবির থেকে

৪। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির রচয়িতা কে?

ক. আব্দুল লতিফ গ. আলতাফ মাহমুদ খ. নজরুল ইসলাম বাবু ঘ. গোবিন্দ হালদার

উত্তর: ক. আব্দুল লতিফ

৫। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক. আমি ভাত খাচ্ছি খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব

গ. আমি দুপুরে ভাত খাই ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

উত্তর: ক, গ [ক. আমি ভাত খাচ্ছি + গ. আমি দুপুরে ভাত খাই

৬। সিক্ত নীলাম্বরী- রেখাঙ্কিত পদের নাম কী?

ক. বিশেষ্য খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. ক্রিয়া

উত্তর: ক. বিশেষ্য

৭। ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি’ এটি কোন ধরনের বাক্য?

ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. খণ্ড

উত্তর: খ. জটিল

৮। কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?

ক. নাচন গ. স্থান খ. কেষ্টা ঘ. শুনানি

উত্তর: গ. স্থান

৯। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?

ক. বাক্ + দান = বাগদান খ. উৎ + ছেদ = উচ্ছেদ

গ. পর + পর = পরস্পর ঘ. সম + সার = সংসার

উত্তর: গ. পর + পর = পরস্পর

১০। ‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ –

ক. লে + অন খ. লো + অন গ. লব + অন ঘ. ল + বন

উত্তর: খ. লো + অন

১১। ‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ?

ক. তৎপুরুষ খ. বহুব্রীহি গ. কর্মধারয় ঘ. দ্বন্দ্ব

উত্তর: গ. কর্মধারয়

১২. “ব্যায়ামে শরীর ভালো থাকে” এ বাক্যে ‘ব্যায়ামে’ কোন কারকে কোন বিভক্তি?

ক. করণে ৭মী খ. কর্মে ৭মী গ. অপাদানে ৭মী ঘ. অধিকরণে ৭মী

উত্তর: ক. করণে ৭মী

১৩. ‘যা অধ্যয়ন করা হয়েছে – এক কথায় কি হবে ?

ক. পঠিত খ. অধীত গ. অধ্যয়িত ঘ. অধ্যায়িত

উত্তর: খ. অধীত

১৪. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে –

ক. অচিন্তনীয় খ. ভূতপূর্ব গ. অবিমৃষ্যকারী ঘ. অভাবনীয়

উত্তর: গ. অবিমৃষ্যকারী

১৫. ‘Editor’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?

ক. সম্পাদকীয় খ. সম্পাদক গ. নির্বাচক ঘ. সাংবাদিক

উত্তর: খ. সম্পাদক

 

প্রশ্ন সমাধানের কাজ চলিতেছে

আরও দেখুনঃNSI Field Staff Question Solution 2023

NSI ফিল্ড স্টাফ  প্রশ্ন সমাধান ২০২৩ পিডিএফ আকারে

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আয়োজিত ফিস্টাপ পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজকে. উক্ত পদে পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক প্রার্থী যারা এখন পরীক্ষা পরবর্তীতে এমসিকিউ প্রশ্নের উত্তর চাচ্ছে। উল্লেখ্য যে মাঠকর্মে পদে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার পরবর্তী আমরা পার্টিদের থেকে সংগ্রহ করি এবং তার সম্পূর্ণ সঠিক উত্তর তুলে ধরি পিডিএফ ফাইল আকার। বিশেষ দ্রষ্টব্য; আজকে পরীক্ষা এনএসআই ফুলস্টপ পদে কোন প্রশ্নের উত্তর যদি ভুল পান তাহলে ক্ষমায় দৃষ্টিতে দেখবেন এবং নিচের বক্সে কমেন্ট করে জানান দ্রুত সঠিক উত্তর  সরবরাহ করা হবে, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button